Monday, 22 June 2020

জন্ম

জন্ম


জন্মওমর ফারুক

জন্ম হোক যেথায় সেথায়;
কর্ম হোক ভালো,
নিজ গুনে প্রতিষ্ঠীত হোক সকলের জন্য !
তুমি যখন জন্মে ছিলে হেঁসে ছিল সবি;
মৃত্যুতে কাঁদিবে সবাই তোমার চরণ লুটি !
গোলাপের মতো হাঁসি তোমার চাঁদের মতো মুখ,
কচি কচি দুই হাতে ধূলো বালি তোমার সুখ ;
তবুও আদর করে সবাই নিতো কোলে
সঙ্গী ছিল কাদা মাটি ছিলা নগ্নতা
আজ তুমি বড় হয়ে হয়েছো গুনবতী
সারাটি জীবন থেকো পর্দার মাঝে নিজকে আড়াল করি ।
বন্ধু পেলে বান্ধবী পেলে আরো কত কি ,
যৌবনের তাড়নায় ভূলে গেলে অতিতের সবি !
সুখে থেকো ভালো থেকো সারাটি জীবন ভর
স্বার্থক হোক তোমার জন্ম
সফল হোক তোমার ভবিষ্যৎ

Sunday, 21 June 2020